Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

রাঙামাটিতে ন্যায্যমূল্যের খোলা বাজার উদ্বোধন

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি প্রতিনিধি

অক্টোবর ৩০, ২০২৪, ০৪:৩৯ পিএম


রাঙামাটিতে ন্যায্যমূল্যের খোলা বাজার উদ্বোধন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সাশ্রয়ী মূল্যে সাধারণ জনগণের নাগালে রাখতে রাঙামাটিতে ন্যায্যমূল্যে খোলা বাজারের উদ্বোধন করা হয়েছে। এ খোলা বাজারে কেজি প্রতি ১০-৩০ টাকা কমে পণ্য কিনতে পারছেন লোকজন।

সাশ্রয়ী মূল্যে সবজি কিনতে সেখানে ভিড় করেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

বুধবার দুপুর দেড়টায় রাঙামাটি পৌরসভা মার্কেট প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বাজার টাস্কফোর্সের আয়োজনে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচালনায় ন্যায্যমূল্যে খোলা বাজার কার্যক্রমের উদ্বোধন করেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

এ সময় উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসেন, পৌরসভা সচিব কাজি আতিকুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাঙ্গামাটির সমন্বয়ক শরিফুল ইসলাম শাকিল, আব্দুল আহাদ প্রমুখ।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সাশ্রয়ী মূল্যে মানুষ যাতে শাক-সবজি কিনতে পারে তার জন্য এই কার্যক্রম শুরু করা হয়েছে। স্থানীয় বাজার থেকে এখানে তুলনামূলক দাম কম রাখা হচ্ছে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এবং জনগণের চাহিদা অনুযায়ী এই কার্যক্রম পরিচালনা করা হবে।

ন্যায্যমূল্যে খোলা বাজারে রয়েছে ডিম, আলু, বেগুন, বরবটি, পটল, লাউ, শসা, কাঁচা মরিচসহ বিভিন্ন সবজি।

আর ন্যায্যমূল্যে খোলা বাজারে নানা শ্রেণি-পেশার মানুষরা যার যার প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারছেন। এমন উদ্যোগকে স্বাধুবাদ জানিয়ে ভবিষ্যতে এর পরিধি বাড়ানোর অনুরোধ জানিয়েছেন ক্রেতারা।

ইএইচ

Link copied!