Amar Sangbad
ঢাকা বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪,

সহকারী পুলিশ সুপারের সঙ্গে ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

ধনবাড়ী (মধুপুর) প্রতিনিধি

ধনবাড়ী (মধুপুর) প্রতিনিধি

অক্টোবর ৩০, ২০২৪, ০৪:৫২ পিএম


সহকারী পুলিশ সুপারের সঙ্গে ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেলের সঙ্গে ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দৈনিক জনকণ্ঠের মধুপুর নিজস্ব সংবাদদাতা ও ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন দৈনিক আমার সংবাদের ধনবাড়ী প্রতিনিধি ও ধনবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু।

উপস্থিত ছিলেন- স্বাধীন বাংলা নিউজ টিভির প্রধান সম্পাদক ও ধনবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম আব্দুর রাজ্জাক, দৈনিক নবতানের ধনবাড়ী উপজেলা প্রতিনিধি মো. পলাশ ইসলাম, ধনবাড়ী প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নূরনবী শেখ, ধনবাড়ী প্রেসক্লাবের সদস্য ও দৈনিক নবদিগন্ত পত্রিকার ধনবাড়ী প্রতিনিধি মো. জাহিদ সরকার, স্বাধীন বাংলা নিউজ টিভির ক্যামেরা পার্সন ধনবাড়ী প্রেসক্লাবের সদস্য রাম চন্দ্র ঘোষ এবং মো. জাকির হোসেন খান।

এ সময় সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি বলেন- সাংবাদিকরা হলো সমাজের দর্পণ দেশ ও জাতি সাংবাদিকদের কাছে অনেক কিছু প্রত্যাশা করেন। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে একটি জাতি সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে পারে এবং সমাজকে বদলে দিতে পার। আপনারা সত্য প্রকাশ করুন মধুপুর ও ধনবাড়ীর পুলিশি সহায়তা ইতিপূর্বে পেয়েছেন ইনশাল্লাহ এই ধারাবাহিকতা বজায় থাকবে।

তিনি আরও বলেন, মানুষ এক সময় থানায় আসতে ভয় পেতো কিন্তু দিন পরিবর্তন হয়েছে থানার দরজা সব সময় জনগণের জন্য খোলা থাকে এবং খোলা থাকবে। জনগণের সেবা দেওয়ার জন্য আমরা সবসময় বদ্ধপরিকর।

এ সময় আরও বিভিন্ন বিষয় নিয়ে সহকারী পুলিশ সুপারের সঙ্গে মুক্ত আলোচনা করেন সাংবাদিকরা।

ইএইচ

Link copied!