Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

১ নভেম্বর থেকে রাঙামাটি ভ্রমণ করতে পারবেন পর্যটকরা

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি প্রতিনিধি

অক্টোবর ৩০, ২০২৪, ০৫:০৭ পিএম


১ নভেম্বর থেকে রাঙামাটি ভ্রমণ করতে পারবেন পর্যটকরা

আগামী পহেলা নভেম্বর থেকে রাঙামাটি ভ্রমণ করতে পারবে দূর দূরান্তের পর্যটকরা।

বুধবার দুপুর সাড়ে ১২টায় রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে পর্যটকদের জন্য রাঙামাটি ভ্রমণ উন্মুক্তকরণ এক প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান পর্যটক ভ্রমণ নিরুৎসাহিত আদেশ প্রত্যাহার করে নেন।

রাঙামাটির জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান বলেন, পর্যটকদের নিরাপত্তার জন্য তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে পর্যটক ভ্রমণ নিরুৎসাহিত আদেশ দেওয়া হয়েছিল। টানা নিষেধাজ্ঞা চলামান থাকার কারণে পাহাড় এখন একেবারে শান্ত রয়েছে।

তিনি বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পর্যটক ভ্রমণ নিরুৎসাহিত আদেশ তুলে নেওয়া হয়েছে। খাগড়াছড়িতে নিষেধাজ্ঞা এলে বন্ধ থাকার কারণে সাজেক ভ্রমণ করা যাবে আগামী ৫ নভেম্বর থেকে। আর বান্দরবানে পর্যটক ভ্রমণ আর এক সপ্তাহ পর নিরুৎসাহিতকরণ আদেশ প্রত্যাহার করার কথা রয়েছে।

ইএইচ

Link copied!