Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫,

হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে

ভেড়ামারা প্রতিনিধি

ভেড়ামারা প্রতিনিধি

অক্টোবর ৩০, ২০২৪, ০৫:৩৫ পিএম


হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় জাতীয় পার্টি (কাজী জাফর) আয়োজিত জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল ৪টার সময় ভেড়ামারা বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা জাতীয় পার্টি (কাজী জাফর) আয়োজিত জনসভা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার,

তিনি বলেন, দেশমাতা বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানসহ সকল নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা প্রত্যাহার করতে হবে। এবং বিগত খুনি শেখ হাসিনা দেখে সবাইকে শিক্ষা নিতে হবে যে অন্যায় করে কেউ কোনোদিন পার পেয়ে যাবে না। তার প্রমাণ খুনি শেখ হাসিনা নিজেই চোরের মত পালিয়ে এই দেশ থেকে চলে গেছেন তার আত্মার দেশ ভারতে।

তিনি আরও বলেন- এই সরকারের কাছে আমাদের দাবি খুনি হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে। আন্দোলনে যেসব ছাত্র নিহত হয়েছেন তাদের মাগফেরাত কামনা করি।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন ও সাবেক সংসদ সদস্য কুষ্টিয়া ২- (ভেড়ামারা -মিরপুর) আসন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নওয়াব আলী আব্বাস খান প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি (কাজী জাফর), হান্নান আহমদ খান বাবলু ভাইস চেয়ারম্যান ও মহানগর জাতীয় পার্টি (কাজী জাফর), কাজী নজরুল ইসলাম যুগ্ম মহাসচিব জাতীয় পার্টি (কাজী জাফর), জাহাঙ্গীর হাফিজ লালু সভাপতি জাতীয় পার্টির (কাজী জাফর) আজমত আলী খান মনি জাতীয় পাটি কাজী জাফর সাধারণ সম্পাদক কুষ্টিয়া জেলা, এম এ আলম চাঁদ মন্ডল জাতীয় পার্টি ভেড়ামারা উপজেলা শাখা, হাজী জাহাঙ্গীর আলম পান্না বিশ্বাস সম্পাদক জাতীয় পার্টি (কাজী জাফর) ভেড়ামারা উপজেলা শাখা, ছাত্রনেতা রাতুল ইসলাম ঝন্টু, ড. রিফাজ উদ্দিন,বা উল ফারুক, অঞ্জন খন্দকার প্রমুখ।

ইএইচ

Link copied!