Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বাকেরগঞ্জে পৌর যুবদলের র‌্যালি ও সমাবেশ

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

অক্টোবর ৩০, ২০২৪, ০৭:৩১ পিএম


বাকেরগঞ্জে পৌর যুবদলের র‌্যালি ও সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পৌর যুবদলের উদ্যোগে বাকেরগঞ্জে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল ৪টায় বর্ণাঢ্য র‌্যালিটি বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাকেরগঞ্জ বন্দরে উপজেলা বিএনপির কার্যালয়ে শেষ হয়।

পৌর যুবদলের সদস্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মনিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- পৌর বিএনপির সাবেক সভাপতি মো. মতিউর রহমান মোল্লা, উপজেলা যুবদলের সদস্য মো. মনিরুজ্জামান, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম রিপন, মো. লোকমান হোসেন, তানভির হাসান জসিম, সদস্য বসির মল্লিক, শাহাদাত মল্লিক, পৌর যুবদল নেতা সুমন মাতুব্বর প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশ্বস্ত ভ্যানগার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। অতীতে যেকোনো আন্দোলন সংগ্রামে যুবদলের নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামীতেও তারেক রহমানের যে কোন নির্দেশ আমরা পালন করবো। খুব শীঘ্রই তারেক রহমান বীরের বেশে দেশে ফিরে আসবেন বলেও বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ইএইচ

Link copied!