Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

লোহাগাড়া প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি সাইফুল্লাহ, সম্পাদক মিনহাজ

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম ব্যুরো

অক্টোবর ৩০, ২০২৪, ০৭:৫৭ পিএম


লোহাগাড়া প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি সাইফুল্লাহ, সম্পাদক মিনহাজ

চট্টগ্রামের লোহাগাড়া প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এম. সাইফুল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

গঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি আবদুল জব্বার ফিরোজ (দৈনিক যায়যায়দিন), সহ-সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ (দৈনিক ইত্তেফাক), যুগ্ম-সাধারণ সম্পাদক কাইছার হামিদ তুষার (প্রথম আলো), সাংগঠনিক সম্পাদক এরশাদ আলম (গ্লোবাল টিভি), অর্থ সম্পাদক মোজাহিদ হোছাইন (দৈনিক সকালের সময়), প্রচার সম্পাদক এহতেশামুল হক (বাংলা এডিশন), দপ্তর সম্পাদক মোক্তার হোসেন (বিজয় টিভি), ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলাম রিফাত (দৈনিক সময়ের আলো), কার্যনির্বাহী সদস্য, এম.এম. আহমদ মনির (দৈনিক পূর্বকোণ), অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক (দৈনিক ভোরের ডাক), মোহাম্মদ মারুফ (দৈনিক আজাদী), জাহেদুল ইসলাম (দৈনিক যুগান্তর), দেলোয়ার হোসেন রশিদী (দৈনিক দিনকাল), রায়হান সিকদার (দৈনিক প্রতিদিনের সংবাদ), সাইফুল ইসলাম (এশিয়ান টিভি), আবুল কালাম আজাদ (দৈনিক আনন্দবাজার), আব্দুল ওয়াহাব (আনন্দ টিভি) এবং সদস্য, সাত্তার সিকদার (দৈনিক চট্টগ্রাম প্রতিদিন), আতাউর রহমান মাসুদ (দৈনিক খবরপত্র), তাহমীদুল আলম কাউছার (দৈনিক আজকের বসুন্ধরা) ও মোহাম্মদ ইউসুফ (দৈনিক নিউজ চাটগাঁ)।

সংষ্কারপূর্বক বৈষম্যহীন প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন পরিচালনা করেন আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজ’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহের।

সহায়তায় ছিলেন- উপজেলা স্কাউট সম্পাদক ও সুখছড়ি উচ্চ বিদ্যালয়’র সাবেক শিক্ষক মোবারক আলী, উপজেলা নির্বাহী অফিসার’র অফিস সহকারী জয়দেব।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইনামুল হাছান,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ  হানিফ, থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান, উপজেলা জামায়াত আমির মাওলানা অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী ও সেক্রেটারি সহকারী অধ্যাপক মাওলানা আবুল কালাম,অধ্যক্ষ মাওলানা আ ন ম নোমান, উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাজ্জাদুর রহমান, লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক জালাল আহমদ, আমিরাবাদ ইউনিয়ন জামায়াতে’র নায়েবে আমির ও সাবেক চেয়ারম্যান কাজী নুরুল আলম চৌধুরী, সাবেক ছাত্রদল নেতা ও উপজেলা বিএনপি’র বিশিষ্ট রাজনীতিক এ.টি.এম জাহেদ চৌধুরী, জেলা যুবদল নেতা আবু সেলিম চৌধুরী, উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাশেম, উপজেলা যুবদলের আহ্বায়ক মেম্বার শব্বির আহমদ, আমিরাবাদ ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক সাহাব উদ্দীন, প্রজন্ম লোহাগাড়ার সদস্য সচিব মাস্টার ফারুক, সাবেক ছাত্রনেতামোঃ আমানুল হক, সাইফুর রহমান, নুরুচ্ছফা চৌধুরী,হেলাল উদ্দীন, আরিফুল্লাহ চৌধুরী, ছাত্র প্রতিনিধি হোছাইন মাহমুদ তামিম মির্জা, জহির উদ্দীন, মো. হাসান ও মো. সাকিব প্রমুখ।

ইএইচ

Link copied!