Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

চুয়াডাঙ্গায় যৌথ অভিযানে ভারতীয় ফেনসিডিলসহ আটক ১

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

অক্টোবর ৩০, ২০২৪, ০৮:১৫ পিএম


চুয়াডাঙ্গায় যৌথ অভিযানে ভারতীয় ফেনসিডিলসহ আটক ১

চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দর্শনার আকন্দবাড়িয়া গ্রামে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও সেনাবাহিনীর গোপন তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে ১২০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক নারীকে আটক করা হয়েছে।

আটককৃত আনোয়ারা বেগম (৩০) আকন্দবাড়িয়া গাংধরপাড়ার এনামুল হক ইমামের স্ত্রী।

মঙ্গলবার রাত ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে তারা। অভিযানে চুয়াডাঙ্গা জেলা জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই উপ-পরিচালক মো. সামসুল হকের তত্ত্বাবধানে যশোর সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের লেফটেন্যান্ট আবিদ আহমেদ মজুমদারের নেতৃত্বে এনএসআইয়ের সহকারী পরিচালক খলিলুর রহমান সদস্য নয়ন রায়, মিজানুর রহমান ও সোহাগ হোসেন ও সেনাবাহিনীর সদস্যরা চুয়াডাঙ্গা সীমান্তবর্তী আকন্দবাড়িয়া গ্রামে গাংধরপাড়ায় এনামুল হক ইমামের বাড়িতে অভিযান চালায়।  তার বাড়ির উঠানের মাটির নীচ থেকে ১২০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে তারা।

এ সময় মাদক ব্যবসায়ী এনামুল হক ইমাম বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে গেলেও আটক হয় তার স্ত্রী আনোয়ারা বেগমকে।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রামের বিভিন্ন মাদক ব্যবসায়ী বাড়ি তল্লাশি করা হয়। পরে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের খবর দিলে ঘটনাস্থলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর নাজমুল হাসান খান ঘটনাস্থলে পৌঁছে তিনি বাদী হয়ে আটককৃত আসামি আনোয়ার বেগম (৩০) ও পলাতক এনামুল হক ইমামের নামে দর্শনা থানায় মামলা দায়ের করে  হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।

ইএইচ

Link copied!