Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪,

রাশেদ খান

নতুন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ প্রতিনিধি

অক্টোবর ৩০, ২০২৪, ০৮:২৮ পিএম


নতুন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ছাত্র-জনতার আত্মত্যাগ ও গণবিপ্লবের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। দেশের মানুষের অধিকার ফিরে এসেছে। ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনের যাতাকালে পিষ্ট জনগণ নতুন করে দেশ বিনির্মাণের স্বপ্ন দেখছে। নতুন বাংলাদেশ গড়তে ও জুলাই বিপ্লবের সফলতা টিকিয়ে রাখতে আমাদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।

বুধবার নিজ জেলা ঝিনাইদহ সফরকালে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

২২ তারিখের বিএনপি’র রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক চিঠি প্রসঙ্গে বলেন- ওটা ওনাদের দলের সিদ্ধান্তের ব্যাপার। তবে আমরা বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেছি এবং এখনো ভাল সম্পর্ক বজায় রয়েছে এই সম্পর্ক বজায় থাকতে হয়তো তারা এমন চিঠি দিতে পারে। আমরা জাতীয় সরকার গঠনে একমত আছি আনুপাতিক ভোটের মাধ্যমে সরকার গঠন চাই আমরা। তবে ৩০০ সিটেই আমরা প্রার্থী দেব। ঝিনাইদহ আমার জন্মস্থান আমি অত্যন্ত নিম্নবিত্ত সাধারণ পরিবারের সন্তান, আমি আপনাদের মাধ্যমে ঝিনাইদহের সকল মানুষের দোয়া ও সমর্থন চাই।

এদিন বিকাল ৪টায় ঝিনাইদহ ফ্যামিলি জোন মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করে গণঅধিকার পরিষদ ঝিনাইদহ জেলা শাখা।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সহ-সভাপতি মাজেদুল ইসলাম, ঝিনাইদহ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল শহিদ রাজন, যুব অধিকার পরিষদের রাকিবুল হাসান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, মিশন আলীসহ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।

এ সময় ঝিনাইদহের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!