Amar Sangbad
ঢাকা বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪,

কালীগঞ্জে সরকার ফিলিং স্টেশনকে অর্থদণ্ড

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

অক্টোবর ৩০, ২০২৪, ০৮:৪০ পিএম


কালীগঞ্জে সরকার ফিলিং স্টেশনকে অর্থদণ্ড

গাজীপুরের কালীগঞ্জে সরকার ফিলিং স্টেশনের মালিক বশির উল্লাহকে একটি মামলায় ১৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সে উপজেলার গলান এলাকার মৃত আবৃদুল মজিদ ঢালীর পুত্র।

বুধবার সন্ধ্যায় উপজেলার গলান এলাকায় অবস্থিত সরকার ফিলিং স্টেশনে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি।

এ সময় প্রসিকিউটর হিসেবে বিএসটিআই গাজীপুর শাখার পরিদর্শক শিখন সাহা, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও কালীগঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!