Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মনোহরগঞ্জে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি:

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি:

অক্টোবর ৩১, ২০২৪, ১১:৩৫ এএম


মনোহরগঞ্জে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা ও ৩০পিচ ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি জহিরুল ইসলাম (৪৫) কে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার আসামী জহিরুল  ইসলাম উপজেলার বাইশগাও ইউনিয়নের বাইশগাও গ্রামের রফিক মিয়ার পুত্র।

মনোহরগঞ্জ থানা ও পুলিশ সূত্রে জানা যায়, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে এর নেতৃত্বে এসআই আবুল কালামসহ সঙ্গীয় ফোর্স গতকাল বুধবার রাত অনুমান ২.৫০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা ও ৩০পিচ ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী জহিরুল ইসলাম কে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ আসার খবর টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মনোহরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও গ্রেপ্তার আসামি শীর্ষ মাদক ব্যবসায়ী জহিরুল  ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের ১০টি মামলা রয়েছে।

মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে  জানান, কুমিল্লা জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশ মোতাবেক কুমিল্লা জেলার ন্যায় আমরা মনোহরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় মাদক উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করছি। তারই প্রেক্ষিতে আমরা মনোহরগঞ্জের বাইশগাও গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী জহিরুল ইসলামকে ১ কেজি গাঁজা ও ৩০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেছি। সে মনোহরগঞ্জ এলাকার মাদক ব্যবসায়ী। তার কাছ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে গাঁজা ওই ইয়াবা ক্রয় করতো।

তিনি বলেন, গ্রেপ্তার আসামি শীর্ষ মাদক ব্যবসায়ী জহিরুল ইসলামকে আজ  কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

মাদক চোরাচালান ও মাদক সেবনকারীদের গ্রেফতার করার জন্য স্থানীয় এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন মনোহরগঞ্জ থানার ওসি।

বিআরইউ

Link copied!