Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪,

কফিল উদ্দিন কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী রিংকু পাটওয়ারী

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর প্রতিনিধি

অক্টোবর ৩১, ২০২৪, ০৩:১৩ পিএম


কফিল উদ্দিন কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী রিংকু পাটওয়ারী

কখনো করোনা আক্রান্ত রোগীর পাশে, কখনও রক্তের প্রয়োজনে মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে জীবন বাঁচাতে এগিয়ে আসা, কখনও বা বন্যা কবলিত অসহায় মানুষের সাহায্যে খাদ্যসামগ্রী নিয়ে ছুটে চলা অদম্য এক সাহসী ছাত্রনেতার নাম শাহাদাত হোসেন রিংকু পাটওয়ারী।

নম্র, ভদ্র, শান্তশিষ্ট স্বভাবের এই ছাত্রনেতা মানবসেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখতে চন্দ্রগঞ্জ থানা এলাকায় একদল সাহসী তরুণ যুবককে সাথে নিয়ে গড়ে তুলেন ‘চন্দ্রগঞ্জ ব্লাড ডোনার্স ফাউন্ডেশন’। এই সংগঠনের মাধ্যমে প্রসূতি মাকে রক্তদান, দুর্ঘটনায় আহত বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে জীবন বাঁচাতে এগিয়ে আসা তার একমাত্র ব্রতী।

এমন সাহসী এই রক্তযোদ্ধা শাহাদাত হোসেন রিংকু পাটওয়ারী ব্যক্তিগত জীবনে শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত। রাজনৈতিকভাবে নিজেকে সম্পৃক্ত রেখেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সংগঠনে।

কর্মীবান্ধব এই ছাত্রনেতার রাজনীতির হাতেখড়ি চন্দ্রগঞ্জ থানাধীন উত্তরজয়পুর ইউনিয়নের পালপাড়া ডিএম উচ্চবিদ্যালয়ের ছাত্রদলের রাজনীতির মধ্যদিয়ে। স্কুল কমিটিতে তাকে সাংগঠনিক সম্পাদক পদে অলংকৃত করা হয়। যোগ্যতার নৈপণ্যতা রাখায় পরবর্তীতে তাকে উত্তরজয়পুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। বিগত স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের সময়ে জীবনের ঝুঁকি নিয়ে নানা প্রতিকূলতার মধ্যেও নিজ এলাকায় সাহসের সহিত অবস্থান করে সুসংগঠিত করেছেন ছাত্রদলকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় বিগত আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করতে কখনও পিছ পা হননি।

একদিকে দলের নির্দেশনা অনুযায়ী কর্মসূচি পালন অন্যদিকে সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখে দুরন্ত সাহস নিয়ে এগিয়ে গিয়েছেন। চলার পথে যেমন স্নেহ ও সাহস পেয়েছেন সিনিয়র নেতাদের, তেমনি সান্নিধ্য পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির মতো জনপ্রিয় নেতার।

বিএনপির রাজনীতিতে দীর্ঘ চড়াই উৎরাই পেরিয়ে ৫ আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পরে বৃহত্তম নোয়াখালীতে ভয়াবহ বন্যায় পাশে দাঁড়িয়েছেন অসহায় মানুষের। খাদ্যসামগ্রী নিয়ে বুক পরিমাণ পানি সাঁতরে ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন খাবার। অন্যদিকে বৃদ্ধ নারী-পুরুষ ও শিশুদের কোলে পিঠে করে আশ্রয় কেন্দ্রে নিয়ে গেছেন এই ছাত্রনেতা। বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক মেরামতে স্থানীয়দের সহায়তা নিয়ে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারও করা হয়েছে তার নেতৃত্বে।

এমন অবস্থায় জনপ্রিয় এই ছাত্রনেতাকে লক্ষ্মীপুর সদর উপজেলার কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের আসন্ন কমিটিতে সভাপতি পদে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন ওই কলেজে অধ্যয়নরত সাধারণ ছাত্রসহ দলের কর্মীরা।

কলেজের বিভিন্ন শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের দাবি আমরা রিংকু পাটওয়ারীকে ছাত্রদলের সভাপতি চাই।

কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির কয়েকজন ছাত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সামাজিক কর্মকাণ্ড করে রিংকু সাধারণ মানুষের মন জয় করেছেন। আমরা সবাই তার পাশে আছি।

এক সাক্ষাৎকারে শাহাদাত হোসেন রিংকু পাটওয়ারী বলেন, জাতীয়তাবাদী রাজনীতিতে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত। পাশাপাশি আমি মনে করি রাজনীতির মানে হচ্ছে, অসহায় ও মুমূর্ষু মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দেওয়া। মানুষের জন্য কিছু করতে পারা। আমার কর্মকাণ্ড দেখে মানুষ যাতে বলে আমি শহীদ জিয়ার প্রকৃত আদর্শ লালন করি। তাহলেই কেবল আমার রাজনীতি সার্থক হবে।

রিংকু পাটওয়ারী আরও বলেন, আমি কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী। জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ এবং আমার নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ভাই যদি আমাকে যোগ্য মনে করে দলের দায়িত্ব দেন। তাহলে আমার জীবন দিয়ে হলেও তাদের মান-মর্যাদা রাখার চেষ্টা করবো।

ইএইচ

Link copied!