Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

পদ্মায় গোসলে নেমে মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

অক্টোবর ৩১, ২০২৪, ০৩:২৩ পিএম


পদ্মায় গোসলে নেমে মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে গোসল করতে নেমে জুবায়ের শেখ (১২) নামে এক মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

নিখোঁজ জুবায়ের শেখ সদর উপজেলার কুটির হাট এলাকার লাবলু শেখের ছেলে এবং দৌলতদিয়া আঞ্জুমান ই কাদেরিয়া মাদ্রাসাতু সাবি-ইল-হাসান দাখিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

বুধবার বিকাল সাড়ে চারটার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় গোসল করতে নেমে সে ডুবে যায়।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা দেওয়ান জাহিদুর রহমান জানান, জুবায়ের শেখ নিখোঁজ হওয়ার পর স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। এরপর ফায়ার সার্ভিস, ডুবুরি দল এবং নৌ-পুলিশ উদ্ধার অভিযান চালায়। তবে বুধবার রাত পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকাল থেকে আবার উদ্ধার কাজ শুরু করা হয়েছে। ওই শিশু উদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!