Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

শরীয়তপুরে দেশি-বিদেশি মদ উদ্ধার

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

অক্টোবর ৩১, ২০২৪, ০৩:২৭ পিএম


শরীয়তপুরে দেশি-বিদেশি মদ উদ্ধার

শরীয়তপুরে বসতবাড়ি থেকে দেশি-বিদেশি মদ উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় কাউকে আটক করতে না পারলেও একজনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।

বুধবার গভীর রাতে শরীয়তপুর পৌরসভার পশ্চিম কোটাপাড়া এলাকার অমূল্য চন্দ্র বালার ঘর থেকে এসব মাদক উদ্ধার করা হয়েছে।

ডিবি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পশ্চিম কোটাপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা অমূল্য চন্দ্র বালার ছেলে অপু চন্দ্র বালা মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে পশ্চিম কোটাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে শরীয়তপুরের ডিবি পুলিশের একটি টিম।

অভিযানে অমূল্য চন্দ্র বালার বসত ঘর থেকে ৫ বোতল বিদেশি মদ ও ৫ লিটার দেশী মদ উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপু চন্দ্র বালা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি ডিবি পুলিশ। তবে এঘটনায় অপু চন্দ্র বালাকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।

অপু চন্দ্র বালার মা দীপা রাণী বলেন, রাতে পুলিশ এসে দেশি-বিদেশি মদ উদ্ধার করেছে। পুলিশ আসার পর থেকেই অপু পালাতক রয়েছে। অপুর নামে এর আগেও মাদক ও নারী নির্যাতন মামলা হয়েছিল। সেই মামলায় সে জেল-হাজতও খেটেছে। ছেলে বখাটে হয়ে গেলে মা-বাবার অনেক কষ্ট হয়। আমার ছেলের মতো যেন, আর কারও ছেলে না হয়।

শরীয়তপুর ডিবি পুলিশের কর্মকর্তা আবু বকর বলেন, পশ্চিম কোটাপাড়া এলাকা থেকে দেশি-বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এঘটনায় কাউকে আটক করা যায়নি, তবে একজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!