Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

অক্টোবর ৩১, ২০২৪, ০৩:৪৪ পিএম


রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সদস্য রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নামে দায়ের হওয়া মামলার বাদী মো. হাফিজুর রহমান হাফিজকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি রাজবাড়ী বিনোদপুর গ্রামের মৃত আতিয়ার রহমান মুন্সির ছেলে।

বুধবার রাতে রাজবাড়ী শেরে বাংলা গার্লস স্কুলের সামনে রেল কোয়ার্টারের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে গত ৩০ আগস্ট রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা ছাত্রলীগ সভাপতি মো. শাহিন শেখসহ ১৭০ জনের নাম উল্লেখসহ আরও ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, এ মামলার তদন্তে হাফিজুর রহমান হাফিজ অভিযুক্ত হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। তাকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

ইএইচ

Link copied!