Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

কিশোরগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পিপি হলেন মোশারফ হোসেন

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ৩১, ২০২৪, ০৪:৪২ পিএম


কিশোরগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পিপি হলেন মোশারফ হোসেন

কিশোরগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে নিয়োগ পেয়েছেন তরুণ আইনজীবী অ্যাডভোকেট মোশারফ হোসেন।

বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে জারিকৃত বিজ্ঞপ্তিতে তাকে পিপি হিসাবে নিয়োগ দেওয়ার বিষয়টি জানা যায়।

পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে নিয়োগ পাওয়া অ্যাডভোকেট মোশারফ হোসেন ২০০৯ সালের ৮ ডিসেম্বর কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেছিলেন। তিনি জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এবং করিমগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক।

নব-নিয়োগপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট মোশারফ হোসেন করিমগঞ্জ পৌরসভার চরপাড়া এলাকার মৃত জহিরুল হক মেম্বারের জেষ্ঠপুত্র।

এছাড়াও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে নিয়োগ পেয়েছেন আরেক আইনজীবী এ এম সাজ্জাদুল হক।

জানা যায়, এ আদেশে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি), জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি), নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি), নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর পাবলিক প্রসিকিউটর (পিপি), জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) পদে ৬৫ জন, জেলা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি পদে একজন, জেলা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি পদে ১০ জন এবং বাজিতপুর চৌকি আদালতের সহকারী সরকারি কৌঁসুলি পদে ২ জনকে নিয়োগ দেয়া হয়েছে।

জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) পদে নিয়োগ পেয়েছেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জালাল মো. গাউস।

ইএইচ

Link copied!