Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

পদ্মার শাখা নদীতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

অক্টোবর ৩১, ২০২৪, ০৫:০৫ পিএম


পদ্মার শাখা নদীতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

পদ্মার শাখা নদীতে ডুবে মুন্না হোসেন (১৭) নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদীর লক্ষীকুণ্ডা ইউনিয়নের পদ্মার শাখা নদীতে (নবীনগর ঘাট এলাকায়) এ ঘটনা ঘটে।

নিহত ওই কলেজ ছাত্র মুন্না উপজেলা সাহাপুর ইউনিয়নের সাহাপুর পশ্চিম পাড়া গ্রামের সাহাপুর পশ্চিম পাড়া গ্রামের জিয়া হোসেনের ছেলে এবং সলিমপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে বাইসাইকেলযোগে মুন্না বাড়ি থেকে লক্ষীকুন্ডা নদীর তীরবর্তী এলাকায় ঘাস কাটতে যায়। এ সময় তীরে সাইকেল রেখে নদীতে নামে সে। নদীতে প্রচণ্ড স্রোত থাকায় ও সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায় মুন্না। পরে স্থানীয় কয়েকজন যুবক ঘটনা টের পেয়ে প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় তার মরদেহ উদ্ধার করে।

ইএইচ

Link copied!