Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

পোরশায় জেলা প্রশাসকের মতবিনিময়

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

অক্টোবর ৩১, ২০২৪, ০৫:১৩ পিএম


পোরশায় জেলা প্রশাসকের মতবিনিময়

উপজেলা প্রশাসন পোরশা আয়োজিত নওগাঁ জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে  নওগাঁ জেলা প্রশাসকের আগমন উপলক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আদনান আরিফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

সভাপতি পোরশা উপজেলার পরিচিতি তুলে ধরার পর জেলা প্রশাসক বলেন, এই উপজেলার শিক্ষার হার ৪২ শতাংশ কেন কোথায় সমস্যা এই সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করতে হবে। প্রশাসনের কর্মকর্তা বিভিন্ন এনজিও যারা গ্রামের সাধারণ মানুষের সঙ্গে জড়িয়ে আছেন সমাজের সচেতন মানুষ শিক্ষক যাদের ভূমিকা অগ্রগণ্য সবাই মিলে এই সমাজকে সচেতন ও পোরশা উপজেলার শিক্ষার হার বৃদ্ধি করতে হবে। এতে যে সমস্যাগুলি দেখা যাবে সেগুলো বিশ্লেষণ পূর্বক প্রশাসনের পক্ষ থেকে যা যা করা দরকার আমি আপনাদের সহযোগিতায় করব বলে কথা দিলাম।

অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৌফিক রেজা, প্রাণিসম্পদ কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি নাবিল ফেরদাউস, সিনিয়র সহকারী কমিশনার ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) (ভূমি অধিগ্রহণ ও ভিপি) মনিরুজ্জামান ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন রেজাসহ আরও অনেকেই।

ইএইচ

Link copied!