Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫,

নেছারাবাদে দুই জেলেকে জরিমানা

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

অক্টোবর ৩১, ২০২৪, ০৫:১৯ পিএম


নেছারাবাদে দুই জেলেকে জরিমানা

পিরোজপুরের নেছারাবাদে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সন্ধ্যা নদীতে ইলিশ শিকারের দায়ে দুই জেলেকে পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার জলাবাড়ি এলাকার জেলে মো. খোকন খাঁন (৩৮) ও হৃদয় ডাকুয়া (২২)।

বুধবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান এ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, মৎস্য বিভাগ ও নৌপুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার সন্ধ্যা নদীর জলাবাড়ি এলাকা থেকে মো. খোকন ও হৃদয়কে আটক করে। এ সময় তাদের সঙ্গে থাকা জাল ও ইলিশ জব্দ করা হয়। পরে আটককৃতদের ওই আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ওই অর্থদণ্ডাদেশ দেন।

জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস এবং ইলিশ অসহায় দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

ইএইচ

Link copied!