Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কালিয়াকৈরে পুকুর থেকে মা-ছেলের লাশ উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

অক্টোবর ৩১, ২০২৪, ০৫:২৩ পিএম


কালিয়াকৈরে পুকুর থেকে মা-ছেলের লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারী ও এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মৌচাকের তেলিরচালা এলাকার মমির আলীর পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশ দুটি উদ্ধার করে মৌচাক ফাঁড়ির পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শিশুটির বয়স আনুমানিক দুই বছর এবং নারীর বয়স আনুমানিক ৩০ বছর।

স্থানীয়দের ধারণা, তারা মা ও ছেলে হতে পারে। পুকুরের পাশে খেলা করা শিশুরা প্রথমে লাশ দুটি দেখে চিৎকার করে; তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসে এবং পুলিশে খবর দেয়।

মৌচাক ফাঁড়ির পরিদর্শক মহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও তাদের পরিচয় শনাক্ত করা যায়নি এবং মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

ইএইচ

Link copied!