Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

মাধবপুরে আলেমদের সভা নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ৩১, ২০২৪, ০৫:৫৫ পিএম


মাধবপুরে আলেমদের সভা নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি

হবিগঞ্জের মাধবপুরে সুন্নী ওলামা পরিষদ এবং খেলাফত মজলিশ জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলনসহ কয়েকটি ইসলামী সংগঠনের আয়োজন ২ নভেম্বর একই দিনে মাধবপুর স্টেডিয়ামে এবং মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ ডেকেছে।

সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলার অবনতি এবং জানমালের ক্ষতির আশঙ্কা করে মাধবপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট ১  নভেম্বর ভোর থেকে ৩ নভেম্বর ভোর ৬টা পর্যন্ত মাধবপুরে দুটি স্থানে সভা সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে বৃহস্পতিবার সকালে।

মাধবপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হযরত মোহাম্মদ (সা.) অবমাননা এবং সুন্নী আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে তিন উপজেলা মাধবপুর, নাসিরনগর এবং বিজয়নগর সুন্নী সমর্থিত লোকদের নিয়ে ২ নভেম্বর মাধবপুর স্টেডিয়াম মাঠে গণসমাবেশের ডাক দেন পীর সৈয়দ জুবায়ের কামাল ও তৌহিদি জনতা।

একইদিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের জন্য দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেন মাধবপুর খেলাফত মজলিশ, জামায়াতে ইসলামী, উলামা পরিষদসহ কয়েকটি সমমনা ইসলামী দল।

একই দিনে দুটো সমাবেশ ঘিরে মাধবপুরে আলেম ওলামাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

মাধবপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম ফয়সাল জানান, একই দিনে দুটি সংগঠনের সমাবেশ অনুষ্ঠিত হলে আইনশৃঙ্খলার অবনতি, জানমালের ক্ষতি এবং শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। তাই ১ নভেম্বর ভোর থেকে ৩ নভেম্বর ভোর পর্যন্ত মাধবপুর উপজেলা শহর আশপাশ এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কেউ আদেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ

Link copied!