Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বগুড়ায় আদর্শ শিক্ষা নিকেতনে অভিভাবক সমাবেশ

বগুড়া প্রতিনিধি

বগুড়া প্রতিনিধি

অক্টোবর ৩১, ২০২৪, ০৭:০০ পিএম


বগুড়ায় আদর্শ শিক্ষা নিকেতনে অভিভাবক সমাবেশ

বগুড়ার শিবগঞ্জের আদর্শ শিক্ষা নিকেতন কেজি স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় কিচক ইউনিয়নের সাতপাড়া আদর্শ শিক্ষা নিকেতন কেজি স্কুলের আয়োজনে প্রতিষ্ঠান চত্বরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

কাঠগাড়া জোনাবিয়া দাখিল মাদরাসার সাবেক সহ-সুপার মো. শিহাব উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দেন- উত্তরাঞ্চল কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. তোফাজ্জল হোসেন।

আদর্শ শিক্ষা নিকেতন স্কুলের সহকারী শিক্ষক রাকিবুল হাসান শাকিলের উপস্থাপনায় সমাবেশে বিষদ আলোচনা করেন- প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক গোলাম মোস্তফা।

সার্বিক বিষয়ে সমস্যা ও তার সমাধানে গঠনমূলক বক্তব্য দেন- প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রুবি আক্তার।

তিনি বলেন, অভিভাবক সমাবেশে যে সকল সমস্যা রয়েছে আগামী নভেম্বরে-ডিসেম্বরের মধ্যে সকল সমস্যার সমাধান করা হবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে অভিভাবকদের মধ্যে স্বাগত বক্তব্য দেন- কিচক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ও নিরাপদ সড়ক চাই শিবগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সহকারী শিক্ষক সাবানা আক্তার, মনসুর আলী, শরিফুল ইসলাম রানা, আফরুজা খাতুন, শাহরিয়ার কবির, মুরাদ, রাহেলা খাতুন, আয়শা সিদ্দিকা, খাদিজা খাতুন, রোখসানা খাতুন প্রমুখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- এশিয়ান টিভির বগুড়া প্রতিনিধি মো. সাজু মিয়া, সাংবাদিক শরিফুল ইসলাম রাকিব, রুহুল আমিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ এলাকার সুধীজন।

পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।

ইএইচ

Link copied!