Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪,

জয়পুরহাটে বিএনপির সম্মেলন বাতিলের দাবিতে বিক্ষোভ

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট প্রতিনিধি

অক্টোবর ৩১, ২০২৪, ০৭:১৪ পিএম


জয়পুরহাটে বিএনপির সম্মেলন বাতিলের দাবিতে বিক্ষোভ

জয়পুরহাট জেলা বিএনপির বৃহৎ অংশকে বাদ দিয়ে আগামী ১ নভেম্বর জয়পুরহাট সদর থানা ও শহর বিএনপির সম্মেলন আহ্বান করায় আবারও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা, থানা ও পৌর বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা।

বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের জিরো পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, শহর বিএনপির আহ্বায়ক মতিয়র রহমান, জেলা বিএনপির সদস্য আলী হাসান মুক্তা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম, সাবেক কাউন্সিলর ও মহিলাদল নেত্রী নুরজাহান হ্যাপীসহ বিএনপির নেতাকর্মীরা।

এ সময় জয়পুরহাট শহর বিএনপির আহ্বায়ক মতিয়র রহমান বলেন, আগামী ১লা নভেম্বর জয়পুরহাট সদর থানা ও শহর বিএনপির সম্মেলন আহ্বান করেছে জেলা বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক। এখানে বিএনপির বৃহৎ অংশের নেতাকর্মীদের না জানিয়ে অজ্ঞাতস্থানে সম্মেলন আহ্বান করা হয়েছে। ডামি সম্মেলন বন্ধ করে সকলের মতামত নিয়ে স্বচ্ছতার মাধ্যমে সম্মেলনের আহ্বান জানান তিনি।

ইএইচ

Link copied!