Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ফরিদপুরে বিষমুক্ত সবজি চাষে কৃষকদের প্রশিক্ষণ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

অক্টোবর ৩১, ২০২৪, ০৭:৩৬ পিএম


ফরিদপুরে বিষমুক্ত সবজি চাষে কৃষকদের প্রশিক্ষণ

ফরিদপুরে বিষমুক্ত ও পরিবেশবান্ধব সবজি চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা আমরা কাজ করি একেকে’র  আয়োজনে এবং ইফাদ ও এ্যামবেসী অব ডেনমার্কের সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহিদুজ্জামান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, একেকে’র নির্বাহী পরিচালক এম এ জলিল, ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, প্রশিক্ষক মো. ফুয়াদ হোসেন প্রমুখ।

ফরিদপুরের চরাঞ্চলে অ্যাগ্রো ইকোলজিক্যাল ফার্মিং পদ্ধতিতে মিশ্র ও আন্তঃফসল চাষের মাধ্যমে বিষমুক্ত নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাত কারণে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে চরাঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। ফরিদপুর সদর উপজেলার ৭ শতাধিক কৃষক-কৃষাণীকে নিরাপদ সবজি চাষ প্রকল্পের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।

ইএইচ

Link copied!