Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

রামপালে মৎস্যাজীবি ও জেলেদের সঙ্গে বিএনপির মতবিনিময়

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

অক্টোবর ৩১, ২০২৪, ০৭:৫৪ পিএম


রামপালে মৎস্যাজীবি ও জেলেদের সঙ্গে বিএনপির মতবিনিময়

রামপালে সমুদ্রগামী মৎস্যজীবী ও জেলেদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে সমুদ্রগামী মৎস্যজীবী সমিতির সভাপতি মো. মোতাচ্ছিন ফারাজীর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সুন্দরবন গবেষক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফা কামাল পাটোয়ারী, সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, মৎস্যজীবী দলের সভাপতি মো. লিয়াকত আলি, সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, যুবদলের সিনিয়র সহসভাপতি মো. মাসুদুর রহমান পিয়াল, সদস্য সচিব এম, এম আলমগীর কবির বাচ্চু, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী অজিয়ার রহমান, সদস্য সচিব মো. মাজহারুল ইসলাম ইয়ামিন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন কচি, উপজেলা ছাত্রদলের আআহবায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন প্রমুখ।

ইএইচ

Link copied!