Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪,

দুর্গাপুরে প্রতিবন্ধী নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

অক্টোবর ৩১, ২০২৪, ০৮:৫৭ পিএম


দুর্গাপুরে প্রতিবন্ধী নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

রাজশাহীর দুর্গাপুরে এক প্রতিবন্ধী নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের বখতিয়ারপুর হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম আম্বিয়া খাতুন। তিনি ওই গ্রামের মৃত আব্দুল মালেকের কন্যা।

স্থানীয়রা জানায়, জন্মগত ভাবেই আম্বিয়া খাতুন শারীরিক প্রতিবন্ধী।

পুলিশ জানায়, প্রতিবন্ধী ওই নারীর শরীরে কয়েকটি হাসোয়া বা কাঁচির কোপের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দূর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এছাড়া হত্যাকাণ্ডের ঘটনাটি গোপনে তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, প্রাথমিক ভাবে কাউকে আটক করা না হলেও পরিবারের স্বজনদের জিজ্ঞাসাবাদ করতে তাদের থানায় ডাকা হয়েছে।

ইএইচ

Link copied!