Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কোম্পানীগঞ্জে নবাগত ইউএনওর মতবিনিময়

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

অক্টোবর ৩১, ২০২৪, ০৯:০৬ পিএম


কোম্পানীগঞ্জে নবাগত ইউএনওর মতবিনিময়

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সদ‍্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর ফরহাদ শামীমের সাথে কোম্পানীগঞ্জ উপজেলায় কর্মরত সংবাদকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর ফরহাদ শামীম বলেন, এই এলাকার ছোট বড় সকল সমস্যা সমাধানে আমার সবচাইতে বড় সহযোগী হচ্ছেন সংবাদকর্মী। আপনাদের দেয়া তথ্য ও সহযোগিতায় সুন্দর একটি কোম্পানীগঞ্জ গড়ার উদ্যোগ নিয়েছি। এ সময় ৩৫ তম বিসিএসের এ কর্মকর্তা উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সকলের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের মধ্যে কোম্পানীগঞ্জ উপজেলার একটি ঐতিহ্য রয়েছে। সরকারি নিয়মনীতির মধ্যে কোম্পানীগঞ্জে ভালো কিছু করতে চাই। এজন্য সর্বস্তরের সহযোগিতা প্রয়োজন।

মতবিনিময় সভায় বক্তব্য প্রদান করেন, দৈনিক ইনকিলাব নোয়াখালী জেলা প্রতিনিধি এহসানুল আলম খসরু, জাগো নিউজ নোয়াখালী প্রতিনিধি ইকবাল হোসেন মজনু, কোম্পানীগঞ্জ প্রেসক্লাব সভাপতি সাংবাদিক আনোয়ার তোয়া, দৈনিক নবচেতনা কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি মেজবাহ উদ্দিন, দৈনিক মানবজমিন কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি নাজিম উদ্দীন খোকন, দৈনিক আমার সংবাদ কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি এম.এস আরমান প্রমুখ।

ইএইচ

Link copied!