Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বড়লেখায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

অক্টোবর ৩১, ২০২৪, ০৯:২২ পিএম


বড়লেখায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মৌলভীবাজারের বড়লেখায় এবাদুর রহমান চৌধুরী শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের আয়োজন এইচএসসি পরীক্ষা জিপিএ ৫ প্রাপ্ত ৮৪ জন শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বড়লেখা পৌর এলাকার সানাই কমিউনিটি সেন্টারে সাবেক সাংসদ ও প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর মেয়ে ব্যারিস্টার জহরত আবিদ চৌধুরীর উদ্যোগে এ সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাবেক সিনিয়র শিক্ষক ও যুক্তরাষ্ট্র প্রবাসী সৈয়দ ছয়েফ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- ব্যারিস্টার জহরত আবিদ চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য দেন- সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা মুহিবুর রহমান ফারুক, মৌলভীবাজার জেলা বিএনপি নেতা মুজিবুর রাজা চৌধুরী, প্রভাষক রফিক উদ্দিন, সিনিয়র শিক্ষক রিয়াজুল ইসলাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বড়লেখা উপজেলা শাখার সভাপতি আব্দুল হাফিজ চৌধুরী, শিক্ষক মীর মুহিবুর রহমান।

পরে সংবর্ধিত শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

ইএইচ

Link copied!