Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নিখোঁজের দুদিন পর নদীতে ভেসে উঠল শিশুর লাশ

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

নভেম্বর ১, ২০২৪, ০৩:৪৫ পিএম


নিখোঁজের দুদিন পর নদীতে ভেসে উঠল শিশুর লাশ

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মায় ডুবে নিখোঁজের দুদিন পর নদীতে ভেসে উঠেছে মাদরাসা শিক্ষার্থী জুবায়ের হাসানের (১২) লাশ।

শুক্রবার সকাল ৭টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় নদীতে ভাসতে দেখে শিশুটির লাশটি উদ্ধার করেন স্থানীয়রা।

এর আগে বুধবার বিকাল ৪টার দিকে লঞ্চঘাট এলাকায় নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায় জুবায়ের। নদীতে দুদিন উদ্ধার কার্যক্রম চালিয়েও শিশুটির কোনও খোঁজ পায়নি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মৃত জুবায়ের রাজবাড়ী সদর উপজেলার কুটির হাট এলাকার লাবলু শেখের ছেলে।

দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) এমরান মাহমুদ তুহিন জানান, বুধবার বিকাল ৪টার দিকে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় জুবায়ের ও তার দুই সহপাঠী গোসল করতে যায়। এ সময় হঠাৎ নদীতে ডুবে গিয়ে নিখোঁজ হয় জুবায়ের। তাকে উদ্ধারের জন্য  স্থানীয়রা নদীতে নেমে খোঁজ করলেও কোনও সন্ধান পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।

গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার সাবেকুল ইসলাম বলেন, আমাদের এখানে ডুবুরি না থাকায় আরিচা ফায়ার স্টেশন থেকে ডুবুরি দল এসে ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করে। তবে দেড় ঘণ্টা উদ্ধার কার্যক্রম চালিয়েও শিশুটির কোনও খোঁজ মেলেনি। পরে রাত ৮ টার দিকে উদ্ধার কার্যক্রম শেষ করা হয়। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পুনরায় উদ্ধার কার্যক্রম চালিয়েও শিশুটির কোনও খোঁজ পায়নি ডুবুরি দল।’

তিনি আরও বলেন, ‘শুক্রবার সকালে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় নদীতে ভাসতে দেখে শিশুটির মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) ইমরান মাহমুদ তুহিন বলেন, ঘটনা তদন্ত করে দেখা হবে, এর সাথে কেউ জড়িত থাকলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।

ইএইচ

Link copied!