Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মাটিরাঙ্গায় জাতীয় যুব দিবসে প্রশিক্ষিত সনদপত্র ও যুব ঋণ বিতরণ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

নভেম্বর ১, ২০২৪, ০৩:৫৩ পিএম


মাটিরাঙ্গায় জাতীয় যুব দিবসে প্রশিক্ষিত সনদপত্র ও যুব ঋণ বিতরণ

‘দক্ষ যুব গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষ্যে শপথ পাঠ, র‍্যালি, আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাটিরাঙ্গা উপজেলা  সম্মেলন কক্ষে মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আশ্রাফ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।

প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম জাতীয় যুব দিবস উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন যুব ক্লাবের সদস্যদের শপথ পাঠ করান।

এ সময়, মাটিরাঙ্গা উপজেলা সমবায় কর্মকর্তা মো. আমান উল্লাহ খাঁন, মাটিরাঙ্গা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এস এম রুবাইয়াত তানিম, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা ভূইয়াপাড়া যু্ব ক্লাবের সভাপতি মঞ্জুর আলম চৌধুরী, তবলছড়ি আদর্শগ্রাম যুব সমিতির সভাপতি মনির হোসেন প্রমুখ বক্তব্য দেন।

অন্যান্যের মাঝে মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান ভূইয়া, প্রেসক্লাবের সহ-সভাপতি মো. এনামুল হক, প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবুল হাশেম, সাংবাদিক ফারুক হোসেন, হাতিয়া পাড়া যুব ক্লাবের সভাপতি মো. সুমন উপস্থিত ছিলেন।

এ সময়, উপজেলার বিভিন্ন যুব ক্লাবের সদস্য, উদ্যোক্তা, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম উপজেলার ৬০ জন প্রশিক্ষিত যুবদের মাঝে সনদপত্র ও ৪০ জনের মাঝে ৬ লক্ষ টাকা যুব ঋণের চেক তুলে দেন।

ইএইচ

Link copied!