Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

কোটালীপাড়ায় দৃষ্টিকোন চক্ষু হাসপাতালের শুভ উদ্বোধন

কোটালীপাড়া (গোপালগঞ্জে) প্রতিনিধি:

কোটালীপাড়া (গোপালগঞ্জে) প্রতিনিধি:

নভেম্বর ১, ২০২৪, ০৩:৫৭ পিএম


কোটালীপাড়ায় দৃষ্টিকোন চক্ষু হাসপাতালের শুভ উদ্বোধন

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দৃষ্টিকোন চক্ষু  হাসপাতালের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হসেছে।

আজ শুক্রবার সকাল ১০টায় উপজেলা প্রাণী সম্পদ  কার্যালয়ের সামনে  হাসপাতালের সভাকক্ষে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

দৃষ্টি কোন চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক  নজরুল ইসলাম শুভ উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্য রাখেন। তিনি বলেন, মাদারীপুরের কালকিনী  নড়াইল সদর সহ  ৪টি দৃষ্টিকোণ  চক্ষু হাসপাতা গড়ে তুলেছি। 

‘কোটালীপাড়ায় কোন চক্ষু হাসপাতাল নাই তাই এখানের মানুষের সুবিধার কথা চিন্তা করে আমি দৃষ্টিকোণ চক্ষু হসপিটাল গড়ে তুললাম।’

নজরুল ইসলাম আরো বলেন, আমি প্রতিমাসে বিনা টাকায় দুটি অপারেশন সহ স্বল্প খরচে মানুষের সেবা দিয়ে যাব।  
উদ্বোধন শেষে চোখের সমস্যা নিয়ে আশা  বিভিন্ন এলাকার চক্ষু রোগী উপস্থিত হন, উদ্বোধন উপলক্ষ্যে বিনা টাকায় রোগী দেখেন ডাক্তার নজরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠান শেষে  দোয়া ও মোনাজাত করা হয়।

বিআরইউ

Link copied!