নেত্রকোণা প্রতিনিধি
নভেম্বর ১, ২০২৪, ০৩:৫৯ পিএম
নেত্রকোণা প্রতিনিধি
নভেম্বর ১, ২০২৪, ০৩:৫৯ পিএম
‘দক্ষ যুব গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে নেত্রকোণায় জাতীয় যুব দিবস-২০২৪ উদযাপিত হয়েছে।
শুক্রবার সকালে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষ্যে নেত্রকোণা যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বীর শহীদদের স্মরণে বৃক্ষরোপণ ও শহীদ চত্বর উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
পরে দিবসটি উপলক্ষ্যে নেত্রকোণার রাজেন্দ্রপুর, নগুয়া খালপাড়, চল্লিশায় যুব উন্নয়ন অধিদপ্তর, নেত্রকোণার উপ-পরিচালক ফারজানা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভা ও খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাবাসসুম, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সদস্য সচিব মাহাবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, বেলা নেটওয়ার্ক মেম্বার, সাংবাদিক দিলওয়ার খান।
ইএইচ