Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নুরুল হক নুর

শেখ হাসিনা দেশটাকে তার পৈত্রিক সম্পত্তি মনে করেছিল

বেলাল হোসেন মিলন, বরগুনা

বেলাল হোসেন মিলন, বরগুনা

নভেম্বর ১, ২০২৪, ০৪:০৮ পিএম


শেখ হাসিনা দেশটাকে তার পৈত্রিক সম্পত্তি মনে করেছিল

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ফ্যাসিবাদ হাসিনা সরকারের পতন হয়েছে। এখন আমরা একটি সহনশীল নতুন বাংলাদেশ গড়তে চাই যেখানে কোন বৈষম্য থাকবে না, সবার সমতা থাকবে।

বলেন- আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ গরুর বাজার, সবজির বাজার, ট্রাক স্ট্যান্ড, অটো স্ট্যান্ড দখল এবং চাঁদাবাজিসহ নানা অপকর্ম করেছে। আমরা আর কোন দিন সেটা দেখতে চাই না। তারা গত ১৫ বছরে দেশটাকে তাদের পৈত্রিক সম্পত্তি মনে করেছে। তারা ভেবেছে এদেশে অন্য কারো থাকার অধিকার নেই।

গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় আমতলী উপজেলা নতুন বাজার চৌরাস্তা মোড়ে এক সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বরগুনা জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, আমতলী উপজেলা আহ্বায়ক মো. সাইদুর রহমান ও বরগুনা জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. জামাল সিকদার সৈকত।

নুর বলেন, আমাদের ত্যাগের বিনিময় আজ দেশ স্বাধীন হয়েছে। গণঅভ্যুথান পরবর্তী বাংলাদেশে সবাই ইতিবাচক হন। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য সবাই দায়িত্ব নিন। যে বাংলাদেশে কোন হামলা মামলাসহ কোন বৈষম্য থাকবে না। সকলে মিলে মিশে বসবাস করবো সবাই আমরা।

বলেন, পুরানোদের বাদ দিয়ে তারুণ্যকে হ্যাঁ বলুন। বাংলাদেশের মানুষ এখন তরুণদের দেখতে চায়। গণঅধিকার নতুন দল। আগামী দিনে আমরা ৩শ’ আসনে প্রার্থী দেব। এজন্য দল করা লাগবে না প্রয়োজনে যারা এই দলের আদর্শ ও উদ্দেশ্য বিশ্বাস করবে এবং যাদের স্থানীয়ভাবে গ্রহণযোগ্যতা রয়েছে যাদের মানুষ পছন্দ করে তাদের আমরা নমিনেশন দেব।

তিনি বলেন, গার্মেন্টস সেক্টর আমাদের একটি অর্থনীতির গুরুত্বপূর্ণ জায়গা। এই গার্মেন্ট সেক্টরকে যারা আমাদের প্রতিযোগী রাষ্ট্র তারা আমাদের এই সেক্টরকে ধ্বংস করার জন্য অস্থিরতা তৈরি করে তারা বাজার দখল করতে চায়।

তারাই আবার টাকা দিয়ে শ্রমিকদের উসকানি দিচ্ছে।

তিনি আরও বলেন, সামরিক বাহিনী একটি ক্রান্তিকালের সময় আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। এখন সেনাবাহিনীর সাথে সংঘর্ষে সৃষ্টি করে বহির্বিশ্বে আমাদের ভাবমূতি ক্ষুণ্ন করা হচ্ছে। এতে আমাদের দেশের বিনিয়োগ কমে যাবে। তাই সকলকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

ইএইচ

Link copied!