Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪,

জাতীয় যুবদিবস উপলক্ষ্যে তালায় র‍্যালি ও আলোচন সভা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:

নভেম্বর ১, ২০২৪, ০৪:২৯ পিএম


জাতীয় যুবদিবস উপলক্ষ্যে তালায়  র‍্যালি ও আলোচন সভা

“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সাতক্ষীরার তালায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে জাতীয় যুবদিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০১ নভেম্বর)  সকালে তালা শিল্পকলা একাডেমিতে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও সহকারী যুবউন্নয়ন কর্মকর্তা আমিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল। 

বক্তব্য রাখেন, বেসরকারি উন্নয়ন সংগঠন ভূমিজ ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা, শিশু তীর্থ স্কুলের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, তরুণ উদ্যোক্তা মাছাদুজ্জামান ও লাকি আক্তার।

আলোচনা অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিবৃন্দ যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে প্রশিক্ষণ সার্টিফিকেট, প্রশিক্ষণার্থীদের সম্মানী ও উপকার ভোগীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের উপকারভোগী ২২ জন সদস্য’র মধ্যে ২০ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। 

এর আগে যুব দিবসের র‍্যালি তালা উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে শেষ হয়।

বিআরইউ

Link copied!