Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

পিরোজপুরে সেনাবাহিনীর টহলে ৪ চাঁদাবাজ আটক

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

নভেম্বর ১, ২০২৪, ০৪:৪৪ পিএম


পিরোজপুরে সেনাবাহিনীর টহলে ৪ চাঁদাবাজ আটক

পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি)  বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত টহল চলাকালীন সময়ে, টহল কামান্ডার কর্তৃক মাগুরা বাজার এলাকা থেকে ৪ চাঁদাবাজকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় চাঁদা তোলার সময় হাতে নাতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন— ছারছীনা গ্রামের মো. লোকমান, একই গ্রামের মো. মনিরুল ইসলাম ও মো. ফরিদ হোসেন এবং জগৎপট্টি গ্রামের মো. ইব্রাহীম। সকলেই পিরোজপুর জেলার নেছারাবাদ(স্বরূপকাঠি) উপজেলার বাসিন্দা।

আটকের সময় চাঁদাবাজদের  কাছ থেকে চাঁদা আদায়ের রসিদ ও নগদ ৮ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়। আটকদের  জব্দকৃত টাকাসহ নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।

নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন জানান, সেনা সদস্যদের নিয়মিত টহলের সময় আটককৃত ৪ চাঁদাবাজকে থানায় হস্তান্তর করেছেন। নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলমান।

বিআরইউ

Link copied!