Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪,

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

নভেম্বর ১, ২০২৪, ০৫:১২ পিএম


চাঁপাইনবাবগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

‘বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে দক্ষ যুবারা’এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার চাঁপাইনবাবগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৪ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন, বৃক্ষরোপণ, ব্লাড গ্রুপিং, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ ভাতা প্রদান, সার্টিফিকেট ও ড্রাইভিং লাইসেন্স এবং ডাটাবেজ ব্যবস্থাপনা, সৌন্দর্যায়ন, মৎস্য ও পশুপালন বিষয়ে কোর্সের উদ্বোধন।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফকল্যান্ড মোড় এলাকা থেকে মহাডাঙ্গা পর্যন্ত সাড়ে ৫ কিলোমিটার দীর্ঘ খাল পরিষ্কারের উদ্বোধনের মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নয়াগোলায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার, চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক ও পৌর প্রশাসক দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস.এম. আহসান হাবিব ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল মান্নান।

বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, স্কাউটস, বিএনসিসি, ফায়ার সার্ভিস, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা খাল পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন যা ১৫ দিনের মধ্যে সম্পন্ন হবে বলে উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয়।

অন্যান্য কর্মসূচি শহরের যুব ভবনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ ওঁরাও এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম সহিদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকীব হাসান তরফদার এবং সূচনা বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল মান্নান।

ইএইচ

Link copied!