Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ধামরাইয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প

ধামরাই (ঢাকা) প্রতিনিধি:

ধামরাই (ঢাকা) প্রতিনিধি:

নভেম্বর ১, ২০২৪, ০৫:৪৯ পিএম


যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ধামরাইয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করেছে ধামরাই থানা ও পৌর যুবদলের নেতা-কর্মীরা।

আজ শুক্রবার(০১লা নভেম্বর) দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন ধামরাই থানা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তমিজ উদ্দিন।

এসময় চর্ম ও যৌন, গাইনী ও শিশু বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে বিনামূল্যে  চিকিৎসা এবং ঔষধ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ধামরাই থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার মারুফ সিকদার, থানা বিএনপির যুব বিষয়ক সম্পাদক রেজওয়ান আহমেদ চৌধুরী রবিন,  থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, পৌর যুবদল নেতা রোমান সিকদার ও আমিনুল ইসলাম সবুজসহ আরো অনেকে।

বিআরইউ

Link copied!