Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ময়মনসিংহে যুব দিবসে খাল পরিষ্কার

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ প্রতিনিধি

নভেম্বর ১, ২০২৪, ০৬:০৯ পিএম


ময়মনসিংহে যুব দিবসে খাল পরিষ্কার

দীর্ঘদিনের ময়লা পরিষ্কার করে পানি চলাচল  স্বাভাবিক করার জন্য খাল পরিষ্কারের অভিনব উদ্যোগ গ্রহণ করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া বলেছেন, দায়িত্ব পালন করে মানুষের মনে জায়গা করে নেওয়া এর চেয়ে বড় কিছু নেই। নগরীর যানজট, খাল দূষণ, নদের পানি প্রবাহ প্রতিবন্ধকতা সৃষ্টি ইত্যাদি দূষণ রোধে উদ্যোগ নেয়া হয়েছে। অক্সিজেনের জন্য গাছ কত উপকারী।  গাছ কেটে  কেটে সাবাড় করছি।  এর পরিবর্তে নতুন গাছ রোপণ করছি না। জলাধারকে প্রবাহ রাখা জন্য নগরীর দুটি বড় খাল মাকড়জানি ও আকুয়া খালকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পানি চলাচলের উপযোগী করা হবে।

বিদায়ী বিভাগীয় কমিশনার আরও বলেন, আমি দায়িত্ব পালনকালে মানুষের ভালোবাসা ও ব্যাপক সাড়া পেয়েছি। ময়মনসিংহের কিছু কর্ম স্মৃতি হয়ে থাকবে। কাজের মাধ্যমে মানুষের  হৃদয়ে থাকার চেষ্টা করেছি।

এ সময় জাতীয় যুব দিবস উপলক্ষ্যে ৫ জনের মাঝে ১ লক্ষ করে টাকা করে যুব ঋণের চেক প্রদান করা হয়।

শুক্রবার সকালে নগরীর আকুয়া বাইপাস সংলগ্ন খালের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে জেলা প্রশাসক মো. মফিদুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার,  মাসিকের প্রধান নির্বাহী মো. ইউসুফ আলী, পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. নাজমুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দিসহ প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!