Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ফেনীতে উৎসবমুখর পরিবেশে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

নভেম্বর ১, ২০২৪, ০৬:৪২ পিএম


ফেনীতে উৎসবমুখর পরিবেশে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত

ফেনীতে প্রথমবারের মত উৎসবমুখর পরিবেশে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সুশাসনের জন্য নাগরিক ফেনী জেলা শাখা ও ইয়ুথ হাঙ্গার প্রজেক্টের যৌথ সহযোগিতায় ফেনী সরকারি কলেজে এ প্রতিযোগিতার আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরেণ্য শিক্ষাবিদ, ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হক।

সুশাসনের জন্য নাগরিক ফেনী জেলার সাধারণ সম্পাদক ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) দ্বীন মোহাম্মদ।

এতে মুখ্য আলোচক ছিলেন সুজন কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ কুমার সরকার।

বক্তব্য দেন- সিনিয়র সাংবাদিক মুহাম্মদ আবু তাহের ভুঁইয়া, ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী সবিতা নাথ ও ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থী আহসান হাবিব ইমরুজ প্রমুখ।

শেষে প্রতিযোগিতায় বিজয়ী ২০ শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ এবং অংশগ্রহণকারী আরও ৩শ শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়।

এর আগে সকালে ফেনী সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনে বেলুন উড়িয়ে অলিম্পিয়াডের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আবু তাহের।

এ সময় ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিম, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন খোন্দকার, সাংস্কৃতিক সংগঠক জাহিদ হোসেন বাবলৃ, ক্রীড়া সংগঠক ইমন উল হক, তৌহিদুল ইসলাম তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!