Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

হযরত শাহজালালের মাজার জিয়ারতের মাধ্যমে কার্যক্রম শুরু করেছে জিয়া মঞ্চ

সিলেট ব্যুরো

সিলেট ব্যুরো

নভেম্বর ১, ২০২৪, ০৭:০১ পিএম


হযরত শাহজালালের মাজার জিয়ারতের মাধ্যমে কার্যক্রম শুরু করেছে জিয়া মঞ্চ

হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সদ্য পদোন্নতিপ্রাপ্ত সহ-সভাপতি ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল এবং সিলেট মহানগর জিয়া মঞ্চর আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার বাদ আছর মাজার জিয়ারতকালে নেতৃবৃন্দ সূরা ফাতেহা ও এখলাছ পাঠ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেক হায়াত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন।

এ সময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব দেওয়ান জাকির, সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি মালেক আহমদ, মহানগর জিয়া মঞ্চর আহ্বায়ক মাসুদ আহমেদ কবির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওসার আহমেদ, যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ জাহেদ, মাহিদ আহমদ, কাজী আসাদুজ্জামান ওয়াসিম, আশিকুর রহমান রুনা, ডাক্তার সৈয়দ হাফিজুর রহমান তানভীর, মো. দেলোয়ার হোসেন, মো. মিজানুর রহমান, শাহেদ আহমদ, টিপু আহমদ, মুহিন আজাদ, সাব্বির আহমদ, শাহীন আহমদ, আলেক আহমদ, নুর আহমদ।

সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মেহেদি হাসান রানা, আলী হাসান, দিপু আহমদ, মো. আকাশ আহমদ, ইমন আহমদ এমাদ প্রমুখ।

মাজার জিয়ারত শেষে সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল বলেন, শহীদ জিয়ার ১৯ দফা কর্মসূচি বাস্তবায়নে জিয়া মঞ্চের প্রতিটি নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করছেন। দেশের যেকোনো দুর্যোগে জিয়া মঞ্চ অতন্দ্র প্রহরীর ন্যায় কাজ করছে। আগামীতে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে জিয়া মঞ্চ।

ইএইচ

Link copied!