Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫,

কক্সবাজারের চকরিয়া

সড়ক সম্প্রসারণ কাজে অনিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হত্যার হুমকি

ফয়সাল আলম সাগর, চকরিয়া (কক্সবাজার)

ফয়সাল আলম সাগর, চকরিয়া (কক্সবাজার)

নভেম্বর ১, ২০২৪, ০৭:৪৩ পিএম


সড়ক সম্প্রসারণ কাজে অনিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হত্যার হুমকি

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া পৌরশহরে মহাসড়ক সম্প্রসারণ কাজে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে এম জিয়াবুল হক নামে স্থানীয় এক সাংবাদিককে মোবাইলে অশালীন গালিগালাজ করে হত্যার হুমকি দিয়েছেন সাহাব উদ্দিন নামের এক ঠিকাদার।  

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী ওই সাংবাদিক।

সাংবাদিক এম. জিয়াবুল হক দৈনিক সংবাদ ও চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক সুপ্রভাত বাংলাদেশ পত্রিকার চকরিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

জিডিতে সাংবাদিক জিয়াবুল হক উল্লেখ করেন, কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের অধীনে বর্তমানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরশহরের বক্স রোডের সম্প্রসারণ কাজ চলছে। সড়ক ও জনপথ বিভাগের ৪ কোটি ৮৪ লাখ টাকা বরাদ্দে চট্টগ্রামের এ জে ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজটি পেয়েছে। কাজের তদারকি করছে চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাজিরপাড়া এলাকার সামশুল আলমের ছেলে ঠিকাদার মো. সাহাব উদ্দিন।

অভিযোগ উঠেছে, অভিযুক্ত ঠিকাদার সাহাব উদ্দিন ভোল পাল্টিয়ে দীর্ঘসময় আওয়ামী লীগ সেজে চট্টগ্রামের বিভিন্ন উন্নয়ন সংস্থার কাজ ভাগিয়ে নিতে চট্টগ্রামের সাবেক মেয়র আজম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে কাজ করতেন। সে সুবাদে আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে এসে সড়ক বিভাগের এ কাজটি ভাগিয়ে নিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে এ সড়ক সম্প্রসারণ কাজ চলছে। এরই মধ্যে উন্নয়ন কাজে নিম্নমানের উপকরণ ব্যবহারসহ বিভিন্ন অনিয়ম করার অভিযোগ তুলেছেন স্থানীয় লোকজন। অনেকে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনাও করেছেন।

এরই জের ধরে বিষয়টি নিয়ে ইতোমধ্যে স্থানীয় সাংবাদিকেরা বিভিন্ন সময়ে চকরিয়া সড়ক উপবিভাগীয় কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. সাইফুল ইসলামের সঙ্গে কথা বলেন, কাজের অনিয়মের বিষয়ে আপত্তি তুলে ধরেন।

এই অবস্থায় সর্বশেষ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকাল ৪টা ১১ মিনিটে ঠিকাদার সাহাবউদ্দিন তার ব্যবহৃত মোবাইল থেকে কাজের অনিয়ম অসংগতি সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে কেন তার সাইডে সাংবাদিক যাচ্ছে জানতে চেয়ে ক্ষিপ্ত হয়ে একপর্যায়ে সাংবাদিক জিয়াবুল হককে ফোনে অকথ্যভাষায় গালমন্দ ও হুমকি দেয়। বিষয়টি জানাজানি হলে চকরিয়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভের সঞ্চার হয়।

পরে এ ঘটনায় চকরিয়া থানায় হুমকিদাতা ঠিকাদার সাহাব উদ্দিনের বিরুদ্ধে  একটি জিডি করা হয়েছে।

অভিযুক্ত ঠিকাদার সাহাব উদ্দিন আগে থেকে ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ঠিকাদারি কাজ না পেয়ে তিনি ২০২৩ সালের ২৯ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানিকে মারধর করেছে। এ ঘটনায় চট্টগ্রামের খুলশী থানায় রুজুকৃত মামলায় গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন জেল খাটেন এজে ট্রেডার্সের মালিক ঠিকাদার সাহাব উদ্দিন।  

চকরিয়া থানার ওসি (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, সাংবাদিক জিয়াবুল হককে হুমকি দেওয়ার ঘটনায় চকরিয়া থানায় একটি জিডি করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ

Link copied!