Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বরুড়ায় জাতীয় যুব দিবসে র‍্যালি-সভা

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি

নভেম্বর ১, ২০২৪, ০৮:৩৯ পিএম


বরুড়ায় জাতীয় যুব দিবসে র‍্যালি-সভা

‘দক্ষ যুব গড়ব দেশ বৈষম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে কুমিল্লার বরুড়ায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষ্যে বরুড়া উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব র‍্যালি, আলোচনা সভা, প্রশিক্ষণ সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. বোরহান উদ্দিন ভুইঁয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং।

উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইলিয়াস মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা মৎস্য অফিসার সুরাইয়া জামান নিতু, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মো. মহি উদ্দিন, বরুড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক, ওসি তদন্ত মো. রিয়াজ উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংবাদের বরুড়া প্রতিনিধি সাংবাদিক সলিল বিশ্বাস।

এ সময় বক্তব্য দেন- বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিন ও দৈনিক শিরোনামের স্টাফ রিপোর্টার সাংবাদিক মো. ইকরামুল হক, রক্তঋণ সামাজিক সংগঠনের সভাপতি ও দৈনিক সমাজকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মো. শরীফ উদ্দিন, তাকওয়া ফাউন্ডেশনের সমন্বয়ক ও দৈনিক আলোকিত সকালের এডমিন অফিসার মো. আমিনুল ইসলাম, যুব সংগঠনের সদস্য কামরুল হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!