পলাশ (নরসিংদী) প্রতিনিধি:
নভেম্বর ১, ২০২৪, ০৮:৪২ পিএম
পলাশ (নরসিংদী) প্রতিনিধি:
নভেম্বর ১, ২০২৪, ০৮:৪২ পিএম
দুর্গম পথে দুর্বারের সাথে স্লোগান নিয়ে নরসিংদীর পলাশ ‘আমরা দুর্বার’ সামাজিক স্বেচ্ছাসেবক সংগঠনের শুভ উদ্বোধন করা হয়েছে। সেখানে মতবিনিময় ও পরিচিতি সভার আয়োজন করা হয়।
শুক্রবার (১নভেম্বর) বিকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের তালতলী ঈদগাঁহ মাঠে এই সংগঠনের শুভ উদ্বোধন হয়।
এতে বক্তব্য রাখেন, গজারিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার সুলতান উদ্দিন সরকার, সমাজ সেবক, মো. মনির হোসেন ভূইঁয়া মন্টু, কবি ও লেখক মো. জাকারিয়া, শিক্ষক কাশেম মাস্টার, মাহফুজ আলম, সমাজ সেবক, নাজমুল হাসান সীমান্ত, মালিতা স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মো: হানিফ মিয়া, সেবার কাফেলা প্রধান উপদেষ্টা ইকরাম হোসেন।
এ সময় বক্তারা বলেন, কোনো সমাজের গতি-প্রকৃতি কেমন হবে তা নির্ভর করে ওই সমাজের যুবক বা তরুণদের মানসিকতা কীভাবে বেড়ে উঠছে। আমরা মনে করি দুর্বার সামাজিক স্বেচ্ছাসেবক সংগঠন একটি সামাজিক সংগঠন হিসেবে সেতুবন্ধনের কাজ করবে ।
আমাদের ভুলে গেলে চলবে না, সামাজিক সংগঠন মূলত সমাজ নিয়ে কাজ করে; সমাজের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের উন্নয়ন, প্রচার-প্রসার এবং সমাজে নতুন কিছু উদ্ভাবনের জন্য এ সংগঠন কাজ করবে। এসব কাজের সঙ্গে তরুণরা যুক্ত থাকলে তারা কোনো অপকর্মে লিপ্ত হওয়ার সময় পাবে না ।
তাই, আমাদের প্রাণপ্রিয় সংগঠন, সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের মনে রাখতে হবে, ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাই ধীরে ধীরে বিশাল আকার ধারণ করে। মানুষের জন্য বিনাস্বার্থে কাজ করে যাবে আমাদের এ সংগঠন। সমাজের অন্যান্য মানুষকে ও আমাদের এ সংগঠন অনুপ্রাণিত করবে বলে আমরা আসা ব্যক্ত করি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চরমামুদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ সিরাজুল ইসলাম, সমাজ সেবক,মোবারক সিকদার, বাহাউদ্দীন মিয়া, সুমন মিয়া,জহিরুল হক পাঠান,মনিরুজ্জামান মনির, ফরিদ উদ্দিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ প্রমুখ।
পরে সভায় মতামত সম্মতির ভিত্তিতে, দুর্বার সামাজিক স্বেচ্ছাসেবক সংগঠনের তিন মাস মেয়াদি অস্থায়ী কমিটি গঠন করা হয়, এতে রাজিব সরকার সভাপতি,সিনিয়র সহ-সভাপতি শামীম শিকদার, সহ-সভাপতি মেহেদী হাসান লাবন, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ (শামীম) সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান (হৃদয় ), অর্থ বিষয়ক সম্পাদক ফরহাদ মিয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াজ শিকদার, প্রচার সম্পাদক তারেক পাঠানসহ ১০৩ জন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
বিআরইউ