Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

পাংশায় রাতের আঁধারে কেটে ফেলা হলো কৃষকের ৫০০ কলাগাছ

রাজবাড়ি প্রতিনিধি:

রাজবাড়ি প্রতিনিধি:

নভেম্বর ২, ২০২৪, ১২:৩৩ পিএম


পাংশায় রাতের আঁধারে কেটে ফেলা হলো কৃষকের ৫০০ কলাগাছ

রাজবাড়ীর পাংশায় রাতের আঁধারে কসবামাজাইল ইউনিয়নের বড়খোলা গড়াই নদীর চরে এক কৃষকের ৫০ শতক জমির ৫০০ কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত কৃষক মিতিন বিশ্বাস।

শনিবার (০২ নভেম্বর) সকালে সরেজমিন গেলে শান্তিখোলা গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক মিতিন বিশ্বাস বলেন, প্রায় ২০ বছর হলো এই চরে ১ একর জমিতে কলা গাছ রোপণ করে আসছি। এ যাবৎকাল পর্যন্ত এমন ঘটনা কখনোই ঘটেনি। কিন্তু গতকাল সকালে এসে দেখি আমার ৫০ শতক জায়গার প্রায় ৫০০ কলাগাছ মাটিতে পড়ে আছে। কেন, কি কারণে এবং কারা আমার কলাগাছের সাথে এমন শত্রুতা করলো তা বুঝতে পারছি না। এর ফলে আমার প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

স্থানীয় কৃষক মো. আব্দুর রাজ্জাক বলেন, আমাদের এ এলাকায় দুটি সমাজ আছে, যেখানে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকরা মিলেমিশে থাকে। এতদিন কোনো সমস্যা ছিল না। কিন্তু শুক্রবার রাতের যে কোনো সময়ে চর এলাকার ৪০০ থেকে ৫০০ কলাগাছ কেটে ফেলা হয়েছে। একটি গাছ কাটা আর মানুষ হত্যা করা সমান অপরাধ।

স্থানীয় আরেক কৃষক আজগর আলী জানান, বড়খোলা এলাকার আবুল জোয়াদ্দার, জহির জোয়াদ্দার, কলিমউদ্দিন জোয়াদ্দার ও জিল্লুরের নেতৃত্বে এই কাজটি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, তবে কারণ অজানা। সকালে গিয়ে দেখা যায়, ৪ থেকে ৫ শ কলাগাছ কেটে ফেলা হয়েছে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন জানান, এখনও কৃষকের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

বিআরইউ

Link copied!