Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মাটিরাঙ্গা ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

নভেম্বর ২, ২০২৪, ০২:৩৪ পিএম


মাটিরাঙ্গা ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে শান্তি পরিবহণ কাউন্টারের সামনে তল্লাশি চালিয়ে ১১ কেজি গাঁজাসহ মো. জাহাঙ্গীর আলম (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।

শনিবার সকালের দিকে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলের সার্বিক দিকনিদের্শনায় মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) তফিকুল ইসলাম তৌফিকের নেতৃত্বে মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) শুভ্র দেবনাথের সঙ্গীয় ফোর্সের পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিক্তিতে মাটিরাঙ্গা বাজারে শান্তি পরিবহণ কাউন্টারের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক কারবারি মো. জাহাঙ্গীর আলমকে (৪০) তার কাছে থাকা একটি কালো ব্যাগ ও একটি আপেলের কাটুন তল্লাশি চালিয়ে ১১ কেজি গাঁজাসহ আটক করা হয়।

আসামি মো. জাহাঙ্গীর আলম (৪০) দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের বেতছড়ি এলাকার বাসিন্দা হযরত আলীর ছেলে।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তফিকুল ইসলাম তৌফিক বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ইএইচ

Link copied!