Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মাটিরাঙ্গায় জাতীয় সমবায় দিবস উদযাপন

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

নভেম্বর ২, ২০২৪, ০২:৪৮ পিএম


মাটিরাঙ্গায় জাতীয় সমবায় দিবস উদযাপন

‘সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় উপজেলা সমবায় কর্মকর্তা মো. আমান উল্লাহ খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।

মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শেখ আশ্রাফ উদ্দিনের সঞ্চালনায় এ সময় মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহাজালাল কাজল, সম্প্রীতি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি আনিসুল হক পাটোয়ারী, স্বদেশ মাল্টিপারপাস সোসাইটির সম্পাদক মো. মোজাম্মেল হোসাইন, ফ্রেন্ডস ২০০০ কর্মজীবী সমবায় সমিতির সম্পাদক মো. ফোরকান উদ্দিন সোহাগ প্রমুখ বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম বলেন, একটি নতুন অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে সমবায়কে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। আমাদের সমাজে উদ্যোক্তা সৃষ্টির জন্য দক্ষ ও টেকসই সমবায় ব্যবস্থা গড়ে তোলা জরুরি বলে তিনি জানান।

অন্যান্যের মাঝে মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুলের প্রধান শিক্ষক আবছার হোসেন, বিভিন্ন উদ্যোক্তা সহ অনেকে উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. মনজুর আলম সমবায়দের মাঝে  ঋণের চেক তুলে দেন।

ইএইচ

Link copied!