Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস পালন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

নভেম্বর ২, ২০২৪, ০২:৫৫ পিএম


চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস পালন

চাঁপাইনবাবগঞ্জে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।

‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জেলা প্রশাসন, জেলা সমবায় বিভাগ এবং স্থানীয় সবমবায়ীদের যৌথ উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শনিবার সকাল সোয়া ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করা হয়।

পরে সেখান থেকে বর্ণঢ্য র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়র ঘুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও।

বিশেষ অতিথির বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. নূরুজ্জামান।

সূচনা বক্তব্য দেন জেলা সমবায় অফিসার মো. মোস্তাফিজুর রহমান।

এছাড়াও বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সমবায়ীরা তাদের বক্তব্য উপস্থাপন করেন।

ইএইচ

Link copied!