Amar Sangbad
ঢাকা বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪,

মদনে ২৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মদন (নেত্রকোণা) প্রতিনিধি

মদন (নেত্রকোণা) প্রতিনিধি

নভেম্বর ২, ২০২৪, ০৩:২৮ পিএম


মদনে ২৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোণার মদনে যৌথ বাহিনীর অভিযানে ২৪০ পিস ইয়াবাসহ নূর আহম্মদ (৩৫) নামের এক মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।

শনিবার ভোরে উপজেলার চানগাঁও ইউনিয়নে শাহপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে শাহপুর গ্রামের শামছুদ্দিনের ছেলে।

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, আটক নূর আহম্মদ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। নূর আহম্মদ তার নিজ বসতবাড়ির গোয়ালঘরে শনিবার ভোরে মাদক বিক্রি ও সেবনের প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নিয়মিত টহল টিম অভিযান চালিয়ে নূর আহম্মদকে আটক করে।

এ সময় তার কাছ থেকে ২৪০ পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামাদি জব্দ করে। পরে আকটকৃত নূর আহম্মদকে মদন থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়।

মদন সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ইমামুর নূর জানান, শনিবার ভোরে সেনাবাহিনীর একটি দল নিয়মিত টহলে বের হয়। এ সময় মাদকের তথ্য পেয়ে যৌথ অভিযান চালিয়ে নূর আহম্মদ নামের এক ব্যক্তিকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তির কাছ থেকে ২৪০ পিস ইয়াবা জব্দ করা হয়।

তার ঘর থেকে মাদক সেবনের সরঞ্জাম ও দেশীয় অস্ত্রও জব্দ করা হয়েছে। আটক নূর আহম্মদকে মদন থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

মদন থানার ওসি তদন্ত দেবাংশু কুমার দে জানান, মাদক ব্যবসায়ী নূর আহম্মদকে নিজ বাড়ি থেকে ২৪০ পিস ইয়াবাসহ আটক করেছে যৌথ বাহিনী। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হয়েছে। আসামিকে নেত্রকোণার আদালতে প্রেরণ করা হয়েছে।

ইএইচ

Link copied!