Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মাগুরায় জাতীয় সমবায় দিবস উদযাপন

মাগুরা প্রতিনিধি

মাগুরা প্রতিনিধি

নভেম্বর ২, ২০২৪, ০৩:৪৫ পিএম


মাগুরায় জাতীয় সমবায় দিবস উদযাপন

৫৩তম জাতীয় সমবায় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে মাগুরায় পতাকা উত্তোলন, র‍্যালি, আলোচনা সভা, ক্রেস্ট পুরস্কার ও চেক ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সমবায় অফিস চত্বর থেকে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের চাঁদের হাট সম্মেলন কক্ষে মাগুরা সমবায় বিভাগের আয়োজনে দিবস পালন করা হয়।

জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাগুরা জেলা সমবায় অফিসার (ভারপ্রাপ্ত) মো. ফরিদুল ইসলাম এবং উপস্থাপনা ও সঞ্চালনায় মাগুরা সদর উপজেলা সমবায় অফিসার বিরাজ মোহন কুন্ডু।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহবুবুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, শালিখা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, সিভিল সার্জন অফিস মেডিকেল অফিসার ডা. সুপ্রিয়া সরকার, মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক মো. আব্দুল আওয়াল, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হুমায়ুন কবীর।

এছাড়াও উপস্থিত ছিলেন, সেভ দ্যা উইমেন এন্ড চিলড্রেন নির্বাহী পরিচালক সাবিনা ইয়াসমিন মেরী সহ সমবায় সদস্য বৃন্দরা।

ইএইচ

Link copied!