Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

২৭ বছর পর হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

নভেম্বর ২, ২০২৪, ০৪:৩৫ পিএম


২৭ বছর পর হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ফেনীতে ২৭ বছর পর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জসিম উদ্দিন প্রকাশ বলিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে জেলার ফুলগাজী উপজেলার জিএম হাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জসিম উদ্দিন প্রকাশ বলি (৪৭) উপজেলার বশিকপুর গ্রামের মৃত আব্দুল হক মজুমদারের ছেলে।

ফেনীস্থ র‍্যাব-৭ এর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জসিমকে ফুলগাজী থানার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

এ সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।

ইএইচ

Link copied!