Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মাগুরা জেলায় ৩১ আইন কর্মকর্তার নিয়োগ

মাগুরা প্রতিনিধি:

মাগুরা প্রতিনিধি:

নভেম্বর ২, ২০২৪, ০৪:৫৭ পিএম


মাগুরা জেলায় ৩১ আইন কর্মকর্তার নিয়োগ

মাগুরা জেলার বিভিন্ন আদালতে ৩১জন আইনজীবীকে সরকারি আইন কর্মকর্তা-সরকারি কৌঁসুলি (জিপি), অতিরিক্ত সরকারি কৌঁসুলি, সহকারী সরকারি কৌঁসুলি, পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়।

৩১/১০/২৪ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগ সলিসিটর অনুবিভাগ জিপি-পিপি শাখা বাংলাদেশ সুপ্রিম কোর্ট ঢাকা থেকে এ–সম্পর্কিত চারটি নিয়োগাদেশ জারি করা হয়।

মাগুরা জেলার জেলা ও দায়রা জজ আদাল ত ও এর অধীন আদালতে এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পূর্বে নিয়োগকৃত সকল আইন কর্মকর্তার নিয়োগাদেশ বাতিলক্রমে তাদেরকে স্ব স্ব পদের দায়িত্ব হতে অব্যাহতি প্রধানপূর্বক নিম্নে বর্ণিত আইনজীবীগণকে তাদের পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও সততা সম্পর্কে মাগুরা জেলার জেলা ও দায়রা জজ ও জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিবেদন প্রার্থী সাপেক্ষে সাময়িকভাবে নিয়োগ দেয়া হয়েছে।

নিয়োগকৃতরা হলেন,পাবলিক প্রসিকিউটর মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। পাবলিক প্রসিকিউটর মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মনিরুল ইসলাম মুকুল। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মাগুরা জেলা ও দায়রা জজ আদালত, আবুল কালাম আজাদ,মিজানুর রহমান মিজান, ইকলাছুর রহমান,ফরিদ আহমেদ।

সহকারী পাবলিক প্রসিডিউটর মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে নিয়োগ পেলেন, মোহাম্মদ জিয়াউর রহমান তিতাস,ইব্রাহিম হোসেন কবির, মেহেদী হাসান লিপন, শাহিনুর ইসলাম, আসাফুদ্দৌলা, রেজাউল করিম, অসীম কুমার শিকদার,তানজিরা রহমান, জাকির হোসেন মন্ডল, মনজুরুল ইসলাম মজনু,ইফ্ফাত আরা টুম্পা, আ.ন.ম.ওবাইদা শহীদ, রাশেদুল ইসলাম রাশেদ, হাফিজুর রহমান, রুখসানা লাইজু, আনোয়ার জাহিদ ও অ্যাডভোকেট মাজহারুল ইসলাম।

সহকারী কৌঁশলী মাগুরা জেলা আদালতে নিয়োগ পেলেন,মনজুরুল ইসলাম কনক, অতিরিক্ত সহকারী জেলা আদালতে নিয়োগ পেলেন, মুন্সী মফিজুল ইসলাম।

এছাড়া ও সহকারী সরকারি কৌঁশলী মাগুরা জেলা জজ আদালতে নিয়োগ পেলেন, আব্দুল ছাত্তার শেখ,মুন্সি মফিজুল ইসলাম,আসলাম মিয়া,ইমরান হোসেন খান, ফরিদ হোসেন, এবং অ্যাডভোকেট এনামুল হক।

সানা মোহাম্মদ মাহরুফ হোসাইন উপ-সলিসিটর (জিপি- পিপি) স্বাক্ষরিত মাগুরা -৫১/২০২৪(অংশ-১)-১৬১ এ আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশ প্রদান করেন।

বিআরইউ

Link copied!